গত কয়েকদিন ধরে লাগাতার ভাঙ্গন চলছে রতুয়ার মুলিরামটোলা এলাকার। ভয়াবহ নদী ভাঙ্গনে বিপর্যস্ত পরিস্থিতি রয়েছে এলাকার। মুহূর্তের মধ্যে নদী পার তলিয়ে যাচ্ছে গঙ্গা গর্ভে। নতুন করে গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার পর থেকে লাগাতার ভাঙন চলছে। তবে ধীরে ধীরে নদীর জলস্তর কমছে আর তাতেই ভাঙ্গনের তীব্রতা যেন বেড়েই চলেছে। পার বরাবর বড় বড় চাপ ভেঙ্গে পড়ছে গঙ্গায় মানুষের ভিটেমাটি বাড়িঘরের অংশ সমস্ত কিছু তলিয়ে যাচ্ছে। তীব্র অসহায় অবস্থা গ্রামবাসীদের মধ্যে।