দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সদস্যা তাজকীরা বেগম। তার শারিরীক অবস্থার খোঁজখবর নিতে সোমবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ তাজকীরা বেগমের বাড়িতে গেলেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি তাজকীরা বেগমের পাশাপাশি পরিবারের লোকজনেদের সঙ্গে এনিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন। বিধায়ক তার সুস্থতা কামনা করার পাশাপাশি চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবরকমের সহযোগিতার আশ্বাস দেন।