আড়শা ব্লকের লোকালয় থেকে উদ্ধার হল একটি ৬ ফুট লম্বা অজগর । বৃহস্পতিবার আড়শা ব্লকের লছমনপুর গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করা হয়। সাপটিকে দেখতে পেয়ে ,এলাকার বাসিন্দারা বনদপ্তরে খবর দেন। পরে বনদপ্তরের কর্মীরা এসে,সাপটিকে উদ্ধার করে সিরকাবাদ জঙ্গলে ছেড়ে দেন।