সন্ধ্যা নেমে এলেই মালপুরসভার ১৫ নং ওয়ার্ড সংলগ্ন নিউকোলনিতে ঢুকে পড়ছে চিতাবাঘ তুলে নিয়ে গিয়েছে বেশ কয়েকটি ছাগল।গত একমাসে প্রায় চারটি ছাগলকে মেরে ফেলেছে চিতাবাঘ। এঘটনায় পুরসভা সংলগ্ন এই এলাকাটিতে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আতঙ্ক মুক্ত করতে মালস্কোয়াডের পক্ষ থেকে ঐ কোলনি সংলগ্ন একটি খাচা পেতে রাখা হয়েছে। বুধবার বিকেল চারটা নাগাদ ঐ এলাকার বাসিন্দা বসন্ত নায়েক বলেন, সন্ধ্যা নেমে এলেই চিতাবাঘ গ্রামে ঢুকে ছাগল তুলে নিয়ে যাচ্ছে। আমরা খুব আতঙ্কে আছি।