ভাঙ্গনের স্থায়ী কাজ পুনরায় বন্যা প্লাবিত ভুতনি জাতের না হয় সেই দাবীকে সামনে রেখে ছাত্ররা মিলিতভাবে গণ্য আন্দোলনে ডাক দিয়েছে ভূতনিতে। আর যাকে কেন্দ্র করে দক্ষিণ চন্ডিপুর এলাকায় একটি পথসভা আয়োজিত হলো। সকল প্রান্তের মানুষকে সাথে নিয়ে এই আন্দোলন সাফল্যমন্ডিত করে তোলার ডাক দিচ্ছেন ছাত্ররা। আগামী দিনে যে সমস্ত কর্মসূচি তারা করবেন সকল ভূতনির মানুষ যাতে তাদের সাথে থেকে আন্দোলনের শামিল হয় সেই বার্তা রাখা হচ্ছে।