দিনহাটা ২ নম্বর ব্লক জুড়ে ঐতিহাসিক ২৮ আগষ্ট পালন GCPA কর্মীদের। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ভারতের জাতীয় পতাকা ও জিসিপিএ সংগঠনের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি সাড়ম্বরে পালিত হয়। এদিন শুকারুরকুঠি, নাজিরহাট এক, বুড়িরহাট এক নম্বর অঞ্চল সহ ব্লকের বিভিন্ন অঞ্চলে GCPA কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি। উল্লেখ্য ১৯৪৯ সালের ২৮ অগস্ট কোচবিহার আরও এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পট পরিবর্তনের সম্মুখীন হয়।