ঘটনাটি বুধবার বিকেলে অসম বাংলা সীমান্তবর্তী এলাকা বক্সিরহাট থানার অন্তর্গত জোড়াই মোর নাকা পয়েন্টর ঘটনা। এদিন অসম থেকে বাংলায় প্রবেশের পথে একটি লরিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। চালক জানায় ধূপকাঠি তৈরির জন্য বাঁশ পরিবহন করা হচ্ছিল।ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, মহকুমা পুলিশ আধিকারিক কান্নেধরা মনোজ কুমার, ওসি নকুল রায়। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 26 টন বার্মা সুপারি। বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা ।