বিশ্ব নবী দিবস পালন করা হলো মুরুলিডাঙ্গাল গ্রামে। শুক্রবার সকালে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মুরুলিডাঙ্গাল গ্রামে শোভা যাত্রার মধ্য দিয়ে ধর্মীয় নিশান হাতে বিশ্ব নবী দিবস পালন করল মুসলিম ধর্মালম্বী মানুষজন। মূলত আজ মুরুলিডাঙ্গাল গ্রামে ধর্মীয় নিশান হাতে গোটা গ্রাম শোভাযাত্রা করল আট থেকে আশি সকলেই, ঠিক একইভাবে ধর্মীয় স্লোগান তোলা হলো মুরুলিডাঙ্গাল গ্রাম জুড়ে। শুক্রবার এভাবেই পালন করা হলো বিশ্ব নবী দিবস।