প্রসঙ্গত ৭২ ঘণ্টা কেটে গেলেও কৃষ্ণনগর মানিকপাড়ায় ছাত্রী খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি হত্যাকারী। এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান তদন্তে একাধিক তথ্য উঠে এসেছে। একাধিক তদন্তকারী দল উত্তরপ্রদেশ সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। কি জানিয়েছেন আরো অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার শুনে নেওয়া যাক।