খানাকুলের গৌরাঙ্গচক রামপুর খাল থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।জানা গেছে,এদিন জঙ্গলে ঘেরা খালের মধ্যে বৃদ্ধের মাথা ভাসতে দেখে স্থানীয়রা।খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ উপস্থিত হন।পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।বৃদ্ধের নাম নব কুমার সাউ,বাড়ি বলাইচক গ্রামে।জানা যায়,৬০ বছর বয়সের ওই বৃদ্ধ গতকাল থেকেই নিখোঁজ ছিলেন।আজকে তার দেহ উদ্ধার হয়।এখনও মৃত্যুর কারণ জানা যায়নি।পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে প্রথমিক তদন্ত শুরু করেছে।