রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। জেলাতেও চলছে লাগাতার। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার শালবনী ব্লকে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। সালবনি ব্লকের ভীমপুর অঞ্চলে আটা ঝরিয়া প্রাথমিক বিদ্যালয় এবং লালগেড়িয়া সংসদে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির।