দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 252 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। যার মধ্যে এখনো প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত রয়েছে। জেলার অন্যান্য ব্লকের তুলনায় হিলি ব্লকে সবথেকে বেশি উন্মুক্ত সীমান্ত রয়েছে। উন্মুক্ত সীমান্ত এলাকায় কাঁটাতার কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে সম্প্রতি বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি মন্তব্য করেন।