নলহাটি শহরের ২৬ টি পুজো কমিটিকে সরকারি অনুদানের ১ লক্ষ্য ১o হাজার টাকার চেক প্রদান করা হলো নলহাটি থানাতে, আজ শনিবার বিকেল ৫ টা নাগাদ নলহাটি থানা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মাধ্যমে সরকারি অনুদানের ১ লক্ষ্য ১o হাজার হাজার টাকার চেক প্রদান করা হলো নলহাটী শহরের ২৬ টি পুজো কমিটিকে।এই অনুষ্ঠান চলে প্রায় এক ঘন্টা, আজকের এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলহাটি বিধানসভার বিধায়ক তথা নলহাটি পৌরসভার পৌর প্রশাসক রাজেন্দ্র প্রসাদ সিং।