শনিবার রায়গঞ্জের নাগর নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান শীতগ্রামের ২২ বছরের বিজয় বর্মণ। দুপুরে বন্ধুর সঙ্গে নদীতে এলেও একাই জলে নেমেছিলেন তিনি। কিছুক্ষণ পর আর দেখা যায়নি তাকে। নদীর ধারে পড়ে ছিল তার জামা ও জুতো। খবর পেয়ে স্থানীয়রা ও পরিবার ছুটে আসেন, প্রশাসনের উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত যুবকের কোনো হদিস মেলেনি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।