তৃণমূলের দলে দলে ভাগাভাগি নিয়ে খুন হচ্ছে, মল্লারপুরে সোমবার রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। উল্লেখ্য গত ১৯শে জুলাই রাতে বিসিয়া গ্রামে বোমা মেরে হত্যা করা হয় এক তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখকে আর এই খুনের প্রধান অভিযুক্ত সাগর শেখ কে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ । তবে গত চারদিন আগেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো মল্লারপুর থানায় নিয়ে এলে তাকে জিজ্ঞেস করার পর আবারো বিশিয়া গ্রামের একটি পুকুর থেকে।