জেলার মধ্যে ঘাটাল মহকুমাতে নাবালিকাদের পালিয়ে যাওয়া কিংবা নাবালিকাদের বিবাহের হার উদ্বেগজনক বলে বৃহস্পতিবার মন্তব্য করেছিলেন ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় জেলার সার্বিক তথ্য তুলে ধরে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ঘাটাল মহাকুমার কিছু ব্লকে নাবালিকাদের গর্ভধারণের হারও অত্যন্ত বেশি। তবে সার্বিকভাবে জেলায় সেই হার ধীরে ধীরে কমছে।