গঙ্গারামপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে সাহাপাড়া সার্বজনীন দুর্গোৎসব মহিলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ এক অনন্য উদ্যোগ নেওয়া হয়। এদিন আদিবাসী সম্প্রদায়ের নৃত্য পরিবেশনকারীদের সম্মান জানিয়ে তাদের হাতে ফল তুলে দেওয়া হয় এবং আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। মহিলা কমিটির সদস্যরা জানান, দুর্গোৎসব কেবল আনন্দ উৎসব নয়, এটি সংস্কৃতি ও ভ্রাতৃত্বের মিলন ক্ষেত্র। তাই সমাজের ঐতিহ্যবাহী আদিবাসী শিল্পীদের সম্মানিত করা ও তাদের পাশে দাঁড়ানোই ছিল এই উদ্য