ছেলে এবং নিজের স্ত্রীর লোনের টাকা দীন দরিদ্র বয়স্ক ভাতা প্রাপক পিতার একাউন্ট থেকে কেটে নেওয়ার অভিযোগ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক চড়িলাম শাখার বিরুদ্ধে। বয়স্ক ভাতা প্রাপক চড়িলাম আড়ালিয়া গ্রামের উত্তর মুড়া এলাকার সামেদ মিয়া। তার অভিযোগ বিগত প্রায় ৬ থেকে ৭ মাস ধরে গ্রামীণ ব্যাংক চড়িলাম শাখা একাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে।