বৃষ্টির মধ্যে রাস্তার হালহকিকত সরজমিনে দেখতে হাজির হলেন রাস্তায়। বুধবারই খানাখন্দে ভরা বর্ধমানের রাস্তায় মাছ ধরছিলেন আই এন টি ইউ সি কর্মীরা। বর্ধমান পৌরসভা এলাকায় রাস্তার অসহনীয় অবস্থার প্রতিবাদে তারা এইভাবে সামিল হন। গত দশ বছর ধরে বর্ধমান শহরের রাস্তাঘাট একটু একটু করে খারাপ হয়েছে। বর্তমানে বেশিরভাগ ওয়ার্ডের রাস্তাই ভাঙাচোরা। এর মধ্যে বর্ষা এসে হাল আরো খারাপ করেছে। অনেক জায়গাতেই দুর্ঘটনা ঘটেছে। বর্ধমান মেডিক্যাল কলেজের সামনের রাস্তা একেবারে বেহাল।