Magrahat 2, South Twenty Four Parganas | Aug 22, 2025
কলকাতা পুলিশের অন্তর্গত তালতলা থানার এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে মগরাহাট থানার উত্তর কলস এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ কলকাতায় তালতলা থানাতে নিয়ে যায়।।