ভান্ডারহাটিতে প্রায় 750 বছর ধরে দুহাতে অভয়া রূপে পূজিত হন চৌধুরী বাড়ির দুর্গা। আজ শনিবার বেলা তিনটে নাগাদ সূত্রের খবর হুগলির ধনিয়াখালীর ভান্ডারহাটিতে আনুমানিক সাড়ে ৭০০ বছর ধরে অভয়া রূপে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। একচালার কাঠামোয় লক্ষ্মী, গণেশ , কার্তিক ,সরস্বতী থাকলেও দেবীর পায়ের নিচে থাকে না অসুর, মহিষ ও সিংহ। মা এখানে দ্বিভূজা, সিংহাসনের উপর বিরাজমান। মন্ডপের তৈরি হয় মুর্তি। ডাকের সাজে সাজানো,,