লঙ্গাই এলসি রোড সংস্কারের দাবিতে স্মারক পত্র প্রদান কংগ্রেসের। মঙ্গলবার শ্রীভূমি শহরের লঙ্গাই এলসি রোড সংস্কারের দাবিতে কার্যবাহী অভিযন্তার কার্যালয়ে স্মারক পত্র প্রদান করেন জেলা কংগ্রেসের কার্যকর্তারা। এতে জেলা কংগ্রেসের উপ সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন,লঙ্গাই এলসি রোডের অবস্থা নাকি বেহাল হয়ে পড়েছে। তিনি আরও বলেন,রাস্তা সংস্কারের কাজ দেরি হওয়ার জন্য অল্প বৃষ্টি দিনে কাদা হয়ে যায় এবং রৌদ্র দিলে ধুলাময় হয়ে পড়ে। তাই রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানান।