হাইলাকান্দিতে তিনটি ষ্টেশনে দূরপাল্লার ট্রেনের ষ্টপেজের দাবীতে তৎপর হলেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। বহু প্রত্যাশিত আগামী ১৩ সেপ্টেম্বর তারিখে উদ্বোধন হতে যাওয়া সাইরাং-গৌহাটি ট্রেনের যাত্রায় জামিরা, কাটলিছড়া এবং লালাবাজারের ষ্টেশনে ট্রেনের স্টপেজ দাবী জানিয়ে রাজ্য সরকারের মুখ্য সচিবের সঙ্গে দেখা করে বিস্তারিত তথ্য জানিয়ে আজ মঙ্গলবার এক স্মারকপত্র প্রদান করেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর।তাই বিধায়কের তৎপরতায় সন্তুষ প্রকাশ করেন ZPM