কেতুগ্রামের বালুটিয়ায় অনুষ্ঠিত হল “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির। শুক্রবার আনুমানিক দুপুর ২টা নাগাদ ওই শিবির পরিদর্শন করেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ সহ অনান্যরা। প্রসঙ্গত, “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির রাজ্য সরকারের এই নয়া কর্মসূচি ইতিমধ্যেই সাড়া ফেলেছে রাজ্যজুড়ে। এদিন গঙ্গাটিকুরি পঞ্চায়েত এলাকার ১৯৫, ১৯৬ ও ১৯৭ নম্বর বুথের বাসিন্দাদের সুবিধার্থে এই শিবিরের আয়োজন করা হয়।