Hingalganj, North Twenty Four Parganas | Sep 10, 2025
বুধবার সকাল আটটা নাগাদ বাঁকড়া বিএসএফ রোড এলাকায় উদ্ধার বিরল প্রজাতির শামুক ভাঙ্গা কেউটে হিঙ্গলগঞ্জের বাঁকড়া বিএসএফ রোডের কালীবাড়ি এলাকায় বুধবার সকালে উদ্ধার হল বিরল প্রজাতির শামুক ভাঙ্গা কেউটে সাপ। এই কালীবাড়ি এলাকার সুকুমার মন্ডল নামে এক মৎস্যজীবী মাছ ধরার জন্য আটল পেতে ছিলেন। আর সেই আটোলেই মাছ খাওয়ার জন্য ঢুকতে গিয়ে আটকে যায় এই বিরল প্রজাতির প্রায় সাড়ে ৬ ফুটের কেউটে সাপ। ওই মৎস্যজীবী কোনরকমে সাবধানে আটল টিকে জল থেকে ডাঙ্গায় তুলে নিয়ে আসে।