আজ মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দির দর্শন লাভ করতে আসেন উত্তরাখণ্ড রাজ্যসভার সাংসদ নরেশ বংশল জী, উনাকে মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দির প্রাঙ্গণে স্বাগত জানা মাতাবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী।