আজ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও দিনটি সম মর্যাদায় পালন করা হয়। শুক্রবার দুপুর আড়াইটায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ইসমাইলপুর প্রাথমিক বিদ্যালয় দিনটি পালন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দেব কুমার লাহা সহ অন্যান্য সহ শিক্ষক ও শিক্ষিকা। এদিন স্কুল পড়ুয়ারা শিক্ষকদের সম্মান জানান। পাশাপাশি এদিন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।