বিভিন্ন জায়গার পাশাপাশি বহরমপুরেও আজ অনুষ্ঠিত হচ্ছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার এই টুর্নামেন্ট সাড়ম্বরে অনুষ্ঠিত হ'ল বহরমপুরের কাশিমবাজার বি টি মিলের মাঠে। আগামী ১৭ই সেপ্টেম্বর এই টুর্নামেন্ট সমাপ্ত হবে ফাইনাল খেলার মাধ্যমে। মূলত যুব সমাজকে খেলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে রাজ্য জুড়ে বলে জানালেন উদ্যোক্তারা।