গাজোলের কুদু বাড়ি সার্বজনীন দূর্গা পূজার উৎসব কমিটির পূজো মন্ডপ উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, রবিবার রাত্রি ৮ টা নাগাদ তৎসহ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শিখা সরকার,বিশিষ্ট সমাজসেবী সেরাজুল ইসলাম, কৃষ্ণ সিংহ, রেজিনা পারভিন,জেলা পরিষদের খাদ্য-কর্মদক্ষ রিতা সিংহ সহ গাজোল কদুবাড়ী সর্বজনীন দুর্গাপূজা কমিটির জ্যোতিষ মন্ডল সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। কদুবাড়ী সর্বজনীন দুর্গা পূজা উৎসব কমিটির পক্ষ থেকে জা