রাস্তা থেকে দেখলে মনে হয় যেন সুস্থ সবল একটি বিশাল আকৃতির মাটির কাচা বাড়ি।কিন্তু আদৌ এই মাটির বাড়িটি সুস্থ সবল নয়, একটু দরজার সামনে গেলেই দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য ফাটল ধরেছে ভেঙেছে দেওয়াল নষ্ট হয়েছে ঘরের সামগ্রী চলছে উদ্ধারের কাজ রাতভর বাড়ি থেকে বাড়ির সামগ্রিক শরীর অন্যত্রে রাখা হচ্ছে। যদি বাড়ির কিছু জিনিস অন্যত্রে রাখা যায় তারই চেষ্টা। এমনই চিত্র ধরা পড়লো পাবলিক নিউজের ক্যামেরায় আজ সকাল