চলতি বছরের তৃতীয়বার মুকুটমনিপুরের কংসাবতী জলাধার থেকে কংসাবতী নদীতে জল ছাড়া হল। সম্প্রতি অতি নিম্নচাপের কারণে বৃষ্টির ফলে মুকুটমণিপুর জলাধার জলস্তর কিছুটা বেড়েছে তার ফলে এই জল ছাড়া সিদ্ধান্ত বলে এসে যে দপ্তর সূত্রে জানা গিয়েছে। আজ আনুমানিক বিকেল সাড়ে চারটা নাগাদ কংসাবতী জলাধার থেকে কংসাবতী নদী পক্ষে পাঁচ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই মুহূর্তে কংসাবতী জলধারের জলস্তর 428 ফুট উচ্চতায় রয়েছে বলে জানা গিয়েছে।