উড়িষ্যায় রাজমিস্ত্রি কাজ করতে খুন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পরিযায়ী শ্রমিক। ঘটনায় শোকের ছায়া সামসেরগঞ্জের দেবীদাস পুর গ্রামে। বুধবার বিকেলে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে উড়িষ্যায় রাজমিস্ত্রি কাজে গিয়েছিল লোকমান শেখ। কিন্তু তিনদিন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর বুধবার সকালে উড়িষ্যার একটি জঙ্গল থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওই পরিযায়ী শ্রমিকের। যদিও মৃতের পরিবারের থেকে ওই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ।