ভাতারের কালুকতাক গ্রামে একটি পণ্য বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বসত বাড়িতে। অল্পের জন্য প্রাণে বাজলেন এক মহিলা। বিদ্যুতের পোল ভেঙ্গে যাওয়ায় পানীয় জলের সংকট, শনিবার ঘটনায় এলাকায় চাঞ্চল্য। শনিবার ভোরের দিকে ভাতারের কালুকতাক গ্রামে একটি পণ্য বোঝায় লরি, নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল একটি বসত বাড়িতে। ঘটনায় এক মহিলা গুরুতর আহত হন।