আসানসোলের রবীন্দ্র ভবনে আগামী ১৪ তারিখে হতে চলেছে সুরের জলসা, সাংবাদিক সম্মেলনে বললেন সংগঠন ছেঁড়াপাতা আসানসোলে আজ সন্ধ্যা ৭টায় এক সাংবাদিক সম্মেলন করলেন আসানসলের অন্যতম সংস্কৃতিক সংগঠন ছেঁড়াপাতার সদস্যরা। ছেঁড়া পাতার প্রেসিডেন্ট বিশ্বদেব চক্রবর্তী জানান সঙ্গীত শিল্পিদের জন্য আগামী ১৪তারিখ এক বিশেষ দিন হতে চলেছে এই সঙ্গীত অনুষ্ঠানে থাকবে সঙ্গীত জাগতের বিশিষ্ট শিল্পীরা