মেরামতির কাজ শুরু হওয়ার জেরে সোমবার থেকে বুধবার রাত 10 টা থেকে সকাল 6 টা পর্যন্ত বন্ধ থাকবে রামকৃষ্ণ সেতু।প্রশাসনের পক্ষ থেকে জোরকদমে চলছে মাইকিং প্রচার রবিবার সন্ধ্যা 6 টা নাগাদ এমনি দৃশ্য দেখা গেল।জানা গেছে,গত 9ই আগস্ট রাতে ভেঙে পরে আরামবাগের রামকৃষ্ণ সেতুর একাংশ।ফলে সেতুর উপর দিয়ে বন্ধ হয়ে ভারি জানবাহন ও বাস চলাচল।25 এ আগস্ট সোমবার থেকে শুরু হবে সেই সেতু মেরামতের কাজ। চলছে তারই মাইকিং প্রচার।