রাজ্যজুড়ে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির ই বিস্তারক নিয়ে বুথ সমীক্ষার কর্মসূচি, সেই কর্মসূচির অন্তর্গত বান্দোয়ান মন্ডল দুই এর আয়োজনে বুধবার দুপুরে বরাবাজারের একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় ই বিস্তারক কর্মসূচি, সাংগঠনিক বিভিন্ন আলোচনার সঙ্গে সঙ্গে বুধ ভিত্তিক সমীক্ষা করা হয় এ দিন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান দু'নম্বর মন্ডল সভাপতি জনার্দন সিংহ মোদক সহ অন্যান্য কার্যকর্তারা