গত শনিবার আলিপুরদুয়ার -১ ব্লকের মধ্য পাটকাপাড়ায় এক ICDS সেন্টারে বিক্ষোভ দেখানো হয়।ICDS সেন্টারে কাজে যোগ দিতে আসা সহায়িকাকে বাঁধা দিয়ে বিক্ষোভ দেখায় ICDS সেন্টারের জন্য ভূমিদাতা এবং স্থানীয় বাসিন্দারা। ভূমিদাতার বক্তব্য ICDS সেন্টারে তার বাড়ির সদস্যকে চাকরি দিতে হবে।বুধবার পাঁচদিনের মাথাতেও এই সমস্যা মিটলো না। এদিনও ওই সেন্টার খুলতে বাঁধা দেয় গ্রামের লোকেরা।