রাতভর অবিরাম বৃষ্টির কারণে শুক্রবার আপাতত বন্ধ রাখা হলো কৃষ্ণনগর ডি এল রায় মেমোরিয়াল জেলা স্টেডিয়ামে নদীয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় আন্ডার ১৩ বয়স ফুটবল টুর্নামেন্ট।বৃষ্টি যদি লাগাতার হয় ও মাঠে জল জমে থাকে তাহলে আন্ডার ১৩ ফুটবল টুর্নামেন্ট তারিখ পরিবর্তন হতে পারে।