ভগবানগোলায় অবশেষে দমকল কেন্দ্র গড়ার প্রক্রিয়ায় বড়সড় অগ্রগতি হলো। আজ বুধবার দুপুরে প্রায় একটা নাগাদ ভগবানগোলা থানার পাশে নির্ধারিত জমি পরিদর্শনে আসেন মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভগবানগোলা সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO), পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত বিভাগের কর্মদক্ষ, BL&LRO, থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি। পরিদর্শনের সময় জমির মাপজোক ও খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে,