সাইকেল চুরির ঘটনায় যুক্ত অভিযোগে দুই সাইকেল চোরকে বাদকুল্লা থেকে গ্রেফতার করলো তাহেরপুর থানার পুলিশ। সূত্রের খবর, গত রবিবার তাহেরপুর থানার বাদকুল্লা বপুজি নগর এলাকা থেকে এক বেক্তির সাইকেল চুরি হয়ে যায়। সেই ঘটনায় সাইকেল মালিক তাহেরপুর থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর এর পরই সিসি ক্যামেরার ফুটেজ দেখে সোমবার বিকেলে বাদকুল্লা থেকে ওই সাইকেল চুরির ঘটনায় যুক্ত 2 জনকে গ্রেফতার করে তাহেরপুর পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া সাইকেল।