১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহীদ ও ১৯৯০সালের ভাড়া বৃদ্ধি আন্দোলনের শহীদ মাধাই হালদার স্মরণে শহীদ দিবস পালন করলো SUCI(C) । এই শহীদ দিবসে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ দাস, লোকাল সম্পাদক মনোজ দাস, অসিত প্রধান, অসিত জানা, বিমল মাইতি সহ আরও অনেকে