চোলাই মদ উদ্ধার সহ এক ব্যাক্তি গ্রেফতার কেন্দা থানা এলাকায়।বুধবার রাত্রি ১০ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় কেন্দা থানার বালকডি,কোনাপাড়া শবরপাড়া,কেন্দা এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে ৫ লিটার চোলাই মদ ও ২০ লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করা হয়।এছাড়াও এক ব্যাক্তিকে কেন্দা থানা এলাকা থেকে চোলাই মদ বিক্রির অপরাধে গ্রেফতার করে কেন্দা থানার পুলিশ।