Barasat 1, North Twenty Four Parganas | Aug 31, 2025
SSC প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকা নিয়ে বারাসাতে সরব বিজেপি এসএসসির প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার এই নিয়ে উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতে আজ রাত্রি 9:30 নাগাদ সরব হলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র।