দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত বাগারিয়া এলাকায় একটি মসজিদে এক যুবক ঢুকে বিভিন্ন জিনিসপত্র দিয়ে দান বক্স ভেঙে টাকা চুরি করে পালিয়ে যায়। এলাকার মানুষ হাতেনাতে ধরে ফেলে এরপর পুলিশের খবর দেয় পুলিশকে গ্রেফতার করে বৃহস্পতিবার দিন ওই যুবককে ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতে পাঠায় আদালত তিন দিনে পুলিশে বাজাতে নির্দেশ দেন