আসন্ন দুর্গাপুজো কে কেন্দ্র করে বড়জোড়া পঞ্চায়েত জেনারেল বডির মিটিং করা হয়। আর সেই মিটিং চলাকালীন শুরু হয় অশান্তির । বিরোধী দলের ওম ফান্ডের কোটি কোটি টাকা তছরুপ হচ্ছে পঞ্চায়েত থেকে।বক্তব্য বারংবার বড়জোড়া পঞ্চায়েত সেক্রেটারি ও কে চিঠী দেওয়া সত্ত্বেও পল্লিশ্রি কলোনি তে কোনো লাইট লাগানো হয়নি।সেই ক্ষোভে বিরোধী দল কর্মীরা পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ শুরু করেন।