রবিবার শীতলকুচি ব্লকের বড় কৈইমারী অঞ্চলের অন্তর্গত নলগ্রাম রক্তিম সংঘের মাঠে আট দলীয় নৈশ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজননের মধ্য দিয়ে এই আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন শীতলকুচির বিশিষ্ট সমাজসেবী তপন কুমার গুহ। এছাড়া উপস্থিত ছিলেন শীতল-কুচির প্রাক্তন বিধায়ক বর্মন সহ অন্যান্যরা।।