রাজনগরের টাবাডুমরা জুনিয়র হাইস্কুলে "আপনার পাড়া, আপনার সমাধান" শিবির দর্শন করলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী। সম্প্রতি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির ঘোষণা করেন এবং সেই মোতাবেক রাজ্যের প্রতিটি তিনটি বুথ নিয়ে একটি শিবির করা হয়। এদিন রাজনগরের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 15, 16 এবং 17 নম্বর বুথ নিয়ে টাবাডুমরা জুনিয়ার হাইস্কুলে এই শিবির করা হয়।