বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের ডেবরা বাজার সংলগ্ন দলপতিপুর এলাকায় গোপনে চলছিল ডুপ্লিকেট মঠ তৈরির সরঞ্জামের ব্যবসা। সেই খবর পেয়ে গোপন সূত্রে অভিযান চালালো পশ্চিম মেদিনীপুর জেলার আবগারি দপ্তর। হাজার হাজার লিটার এই ডুপ্লিকেট মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে নিয়ে গেল আবগারি দপ্তর। পাশাপাশি ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও আকবরের দপ্তর সূত্রে খবর।