Deganga, North Twenty Four Parganas | Aug 24, 2025
দেগঙ্গা ব্লকের খোর্দ এলাকা থেকে আচমকা নিখোঁজ হয়ে গেল 27 বছর বয়সের এক যুবক। শুক্রবার বেলা চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ওই যুবক আর বাড়িতে ফেরেনি বলে পরিবারের দাবি। রবিবার সন্ধ্যা ছটা নাগাদ দেগঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন যুবকের বাবা। অভিযোগ পত্রে যুবকের বাবা দাবি করেছেন শুক্রবার বেলা চারটে নাগাদ বাড়ি থেকে বের হয় ছেলে। তারপর আর বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি কর তার কোন হদিস না পাওয়ায় শেষের রবিবার দেবগঙ্গা থানা নিখোঁজ ডায়ের