বুধবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ কোচবিহার পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সাগর দিঘী থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। ইতিমধ্যে পুলিশ ওই মৃত ব্যক্তির পরিচয় জন্য খোঁজ খবর শুরু করেছে। বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে বলো পুলিশ সূত্রে খবর। বর্তমানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ এম জি এন মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা রয়েছে। মৃত ব্যক্তির পরিবারের খোঁজ পেলে পুলিশের পক্ষ থেকে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।